ব্লগস্পট ব্লগের কমেন্ট বক্সের উপরের এনিমেশন Emoticons বক্স যুক্ত করুন । মজার একটি জিনিস ।

বন্ধুরা সবাই ভালো ও সুস্থ তো ? জানাবেন কিন্তু । যাই হোক আজকে আমি আপনাদের জন্য ব্লগার এর দারুন একটি পোস্ট নিয়ে এলাম আশাকরি আপনাদের ভালো লাগবে । টাইটেল দেখেই অনেকে বুঝেগেছেন আমি ঠিক কি বলতে চাইছি ঠিক ধরেছেন আজকে আমি আপনাদের Emoticon ওয়েডগেট দেবো এর আগেও আমি এই বিষয়ে পোস্ট করেছিলাম কিন্তু সেটা ছিল খুব সাধারন ফেসবুক এর মতো কিন্তু আজকে আমি আপনাদের সাথে এনিমেশন Emoticon শেয়ার করবো ।





অনেকের প্রশ্ন হতেই পারে এটা ব্যবহার করে লাভ কি ? তাহলে তাদের বলবো এটা থেকে আপনার ব্লগের কোন উপকার হবে না ঠিক কিন্তু এটা দেখতে খুব সুন্দর সঙ্গে ব্লগে কমেন্ট করার সময় এগুল ব্যবহার করলে কমেন্ট গুলো দেখতে খুব ভালো লাগে । তাহলে নীচে থেকে দেখে নিন কিভাবে আপনার ব্লগে এনিমেশন Emoticon বক্স অ্যাড করবেন । আমি দুই ধরনের দেবো একটি বর্ডার যুক্ত আর একটি বর্ডার বিহিন ।







কি ভাবে আপনার ব্লগে যুক্ত করবেনঃ 


১// আপনার ব্লগ লগইন করুন । ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করুন ।

২// ডান পাশ থেকে Backup এ ক্লিক করে আপনার টেম্পলেট এর ব্যাকআপ নিয়ে নিন ।

৩// এবার Edit HTML এ ক্লিক করে আপনার কীবোর্ড এর Ctrl+F প্রেস করে নীচের কোডটি খুজে বের করুন ।


আপনি যদি Threaded কমেন্ট সিস্টেম ব্যবহার করেন তাহলে নীচের কোড সার্চ করুনঃ

<div class='post-footer-line post-footer-line-3'>


আপনি যদি নর্মাল কমেন্ট সিস্টেম ব্যবহার করেন তাহলে নীচের কোড সার্চ করুনঃ 

<h4 id='comment-post-message'><data:postCommentMsg/></h4>


৪// উপরের কোড খুজে পেলে তার ঠিক উপরের নীচের কোড গুলো কপি করে পেস্ট করুন ।


<b:if cond='data:blog.pageType == "item"'>
<div style=' width: 450px; text-align: left; border: 1px dashed #0084ce; background: transparent; padding: 10px; color:#000000; font-weight:bold; '>
<img border='0' src='http://1.bp.blogspot.com/-zY65UBxSl6w/T67AajI_U6I/AAAAAAAACIc/fCV19C1627Q/s1600/helplogger.blogspot.com(1).gif'/> :a
&#160;
<img border='0' src='http://4.bp.blogspot.com/-M8aBZtLjGqY/T67Ai2d8eAI/AAAAAAAACIk/PrDerObloAw/s1600/helplogger.blogspot.com+(2).gif'/> :b
&#160;
<img border='0' src='http://3.bp.blogspot.com/-HfIjCWOuxwo/T67Ar7HZiHI/AAAAAAAACIs/RgwvdPP4JSc/s1600/helplogger.blogspot.com(3).gif'/> :c
&#160;
<img border='0' src='http://4.bp.blogspot.com/-98YuuiC8MIc/T67AzJ3Xf0I/AAAAAAAACI0/UtaFpgTb_PM/s1600/helplogger.blogspot.com(4).gif'/> :d
&#160;
<img border='0' src='http://3.bp.blogspot.com/-ikCFMFesIrE/T67BAtTQGhI/AAAAAAAACI8/AisqU7R--Yc/s1600/helplogger.blogspot.com(5).gif'/> :e
&#160;
<img border='0' src='http://2.bp.blogspot.com/-VSY5nbsSEIs/T67BK3G-B6I/AAAAAAAACJE/n_fhk-2Ihqc/s1600/helplogger.blogspot.com(6).gif'/> :f
&#160;
<img border='0' src='http://3.bp.blogspot.com/-e9hytPNLXeY/T67BSj27JJI/AAAAAAAACJM/Rwonrid9oiQ/s1600/helplogger.blogspot.com(7).gif'/> :g
&#160;
<img border='0' src='http://4.bp.blogspot.com/-mT-nqGFvXec/T67BZDPxvxI/AAAAAAAACJU/fgTPtQNxMK8/s1600/helplogger.blogspot.com(8).gif'/> :h
&#160;
<img border='0' src='http://3.bp.blogspot.com/-xcMDAiCizIE/T67BfnBeWSI/AAAAAAAACJc/_OqmXLGhjLg/s1600/helplogger.blogspot.com(9).gif'/> :i
&#160;
<img border='0' src='http://3.bp.blogspot.com/-XJUn74vJTwo/T67BrafHO3I/AAAAAAAACJk/B40nJjxUxNE/s1600/helplogger.blogspot.com(10).gif'/> :j
&#160;
<img border='0' src='http://3.bp.blogspot.com/-JgARtAx7IHo/T67B2Db6LjI/AAAAAAAACJs/U1EWgczqOYY/s1600/helplogger.blogspot.com(11).gif'/> :k
&#160;
<img border='0' src='http://2.bp.blogspot.com/--K1Z6RvN57w/T67CCzlaGcI/AAAAAAAACJ0/iF2-osmFALE/s1600/helplogger.blogspot.com(12).gif'/> :l
&#160;
<img border='0' src='http://4.bp.blogspot.com/-c0DJDg4M2n4/T67CTf-xShI/AAAAAAAACJ8/BqUmJYoDBLI/s1600/helplogger.blogspot.com(13).gif'/> :m
&#160;
<img border='0' src='http://1.bp.blogspot.com/-zrvYy6caFXM/T67CZi7etnI/AAAAAAAACKE/iPJsX_duWjE/s1600/helplogger.blogspot.com(15).gif'/> :n
&#160;
<img border='0' src='http://3.bp.blogspot.com/-F2LUTd1hG_o/T67CfNLnIlI/AAAAAAAACKM/UHuPyigCX24/s1600/helplogger.blogspot.com(16).gif'/> :o
&#160;
<img border='0' src='http://3.bp.blogspot.com/-Vd6U_2eq_Gk/T67CosaWm8I/AAAAAAAACKU/JgnYMS4AJOc/s1600/helplogger.blogspot.com(14).gif'/> :p
&#160;
<img border='0' src='http://1.bp.blogspot.com/-faDYi6E_d6E/T67CybEuj1I/AAAAAAAACKc/nHxSH7KMSwY/s1600/helplogger.blogspot.com(17).gif'/> :q
&#160;
<img border='0' src='http://2.bp.blogspot.com/-2QiwXpJ7gxk/T67C41ItlCI/AAAAAAAACKk/8sba1I9fZOY/s1600/helplogger.blogspot.com(18).gif'/> :r
&#160;
<img border='0' src='http://2.bp.blogspot.com/-KUlSaDVWqW8/T67C_4ITH-I/AAAAAAAACKs/e6N7K2jJvl8/s1600/helplogger.blogspot.com(19).gif'/> :s
&#160;
<img border='0' src='http://2.bp.blogspot.com/-UC_5gE8LgaQ/T67DGU12FBI/AAAAAAAACK0/oHA628PaDhk/s1600/helplogger.blogspot.com(20).gif'/> :t   <a href='http://asobondhu.blogspot.in/2014/05/emoticons.html' style='color: rgb(242, 16, 21); font-size: x-small;'>Add Emoticons to Blogger + </a>
</div></b:if>



নোটঃ আপনি যদি বর্ডার বিহিন যুক্ত করতে চান তাহলে নীল রঙ্গের 1px মুছে সেখানে opx করে দিন । আর যদি বক্স এর সাইজ বাড়াতে চান তাহলে উপরের width: 450px মুছে সেখানে আপনার পছন্দের সাইজ বসিয়ে দিন ।

৫// এবার Save Template এ ক্লিক করুন । নীচের লাস্ট স্টেপ দেখুন ।


৬// এবার একি ভাবে আপনার কীবোর্ড এর Ctrl+F প্রেস করে নীচের কোডটি খুজে বের করুন ।

</body>


৭// উপরের কোড খুজে পেলে নীচের কোড কপি করে পেস্ট করুন । ৩ নাম্বার স্টেপ দেখুন সেখানে যেটি ব্যবহার করেছেন মানে Threaded যদি ব্যবহার করে তাহলে এক কোড না করলে আর এক কোড নীচে দেখুন ।


আপনি যদি Threaded কমেন্ট সিস্টেম ব্যবহার করেন তাহলে  </body> এর উপরে নীচের কোড বসানঃ


<script type='text/javascript' src="http://helplogger.googlecode.com/svn/trunk/facemood emoticons threaded.js"/>


আপনি যদি নর্মাল কমেন্ট সিস্টেম ব্যবহার করেন তাহলে </body> এর উপরে নীচের কোড বসানঃ


<script type='text/javascript' src="http://helplogger.googlecode.com/svn/trunk/facemood emoticons.js"/>



♦ ব্যাস কাজ শেষ Save Template এ ক্লিক করে সেভ করে বেরিয়ে আসুন এবার আপনার ব্লগ দেখুন আশাকরি যুক্ত করে ফেলেছেন । যাই হোক কাজটি খুব জটিল না কোন সমস্যা হলে আমাকে জানাবেন আমি হেল্প করতে চেষ্টা করবো । কাজটি আপনি নিজে করতে না পারলে কমেন্ট করে আপনার টেম্পলেট এর ব্যাকআপ দিবেন আমি করে দেবো ।

পোস্টটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন । পোস্টটিতে কোন রকম সমস্যা হলে ধরিয়ে দবেনে কারন ভুল হতেই পারে ।



▬ভালো থাকবেন সুস্থ থাকবেন▬

▬আল্লাহ্‌ হাফেজ▬

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال