কিভাবে ব্লগার ব্লগে ফেসবুক কমেন্ট বক্স যুক্ত করবেন । একদম A to Z টিউটোরিয়াল

বন্ধুরা সবাই আশাকরি ভালো আছেন সঙ্গে ব্লগিং ও জোর কদমে করে যাছেন । যাই হোক ইতি মধ্যে আমার কাছে অনেকে জানতে চেয়েছে কিভাবে ব্লগার ব্লগে ফেসবুক কমেন্ট বক্স যুক্ত করতে হয় । আজকের পোস্ট শুধু মাত্র তাদের জন্য । আগেই বলে রাখি একটু হাতে সময় নিয়ে বসবেন কারন আজকের পোস্টটি তুলনা মূলক একটু বেশি বড় হতে পারে । যাই হোক আমার মনে হয়না Fcebook কমেন্ট নিয়ে আর বেশি কিছু বলার আছে । তাহলে নীচে থেকে দেখে নিন কিভাবে আপনার ব্লগার ব্লগে খুব সহজে একটি ফেসবুক কমেন্ট বক্স যুক্ত করবেন ।








কিভাবে আপনার ব্লগে যুক্ত করবেনঃ 


১// প্রথমে এই লিঙ্কে যান Facebook Developers Page ।

২// যে পেজ আসবে সেখান থেকে Create a New App এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।




৩// এবার একটি বক্স আসবে সেখানে আপনার নাম মানে যে নাম আপনি দিতে চান । নীচের চিত্রে দেখুন ।




৪// নাম দেওয়া হয়েগেলে Create App এ ক্লিক করুন । তাহলেই App হয়ে যাবে । নীচের চিত্রে দেখুন ।




৫// এবার ডান পাশের Settings এ ক্লিক করে Add Platform এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।




৬// এবার যে পেজ আসবে সেখান থেকে Website এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।



৭// এবার একটু নীচে দেখুন Site Url & Mobile site Url বক্স আছে যথাক্রমে আপনার সাইট এর লিঙ্ক দিন । এবং সেভ করে নিন । নীচের চিত্রে দেখুন ।




৮ ব্যাস App বানানো শেষ । এবার আসাল কাজ ।


৯// আপনার ব্লগার ব্লগ লগইন করুন । তার পর ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করে Edit HTML এ ক্লিক করুন । তার আগে অবশ্যই থিম এর ব্যাকআপ নিয়ে নিবেন ।


১০// এবার আপনার কীবোর্ড এর Ctrl+F প্রেস করে নীচের কোড খুজে বের করুন ।

<html

১১/ উপরের কোড খুজে পেলে তার ঠিক পরে একটু স্পেস রেখে নীচের কোড কপি পেস্ট করুন ।


xmlns:fb='http://www.facebook.com/2008/fbml'


১২// সেভ করে নিন । এবার একি ভাবে আপনার কীবোর্ড এর Ctrl+F প্রেস করে নীচের কোড খুজে বের করুন ।

<body>

নোটঃ আপনি যদি নতুন থিম ব্যবহার করেন তাহলে নীচের কোড খুজে বের করুন ।

<body expr:class='&quot;loading&quot; + data:blog.mobileClass'>


১৩// উপরের কোড খুজে পেলে তার ঠিক পরে নীচের কোডটি কপি পেস্ট করুন ।


<div id='fb-root'/>
<script>
    window.fbAsyncInit = function() {
    FB.init({
      appId  : &#39;YOUR_APP_ID&#39;,
      status : true, // check login status
        cookie : true, // enable cookies to allow the server to access the   session
      xfbml  : true  // parse XFBML
    });
  };
    (function() {
    var e = document.createElement(&#39;script&#39;);
      e.src = document.location.protocol +   &#39;//connect.facebook.net/en_US/all.js&#39;;
    e.async = true;
      document.getElementById(&#39;fb-root&#39;).appendChild(e);
    }());
</script>


নোটঃ একটু আগে যে facebook app বানালেন সেই App id টি উপরের YOUR APP ID এর যাইগাই বসিয়ে দিন ।


১৪// এবার একি ভাবে আপনার কীবোর্ড এর Ctrl+F প্রেস করে নীচের কোড খুজে বের করুন ।

</head>


১৫// উপরের কোড খুজে পেলে তার ঠিক পরে নীচের কোডটি কপি পেস্ট করুন ।


<meta expr:content='data:blog.pageTitle' property='og:title'/>
<meta expr:content='data:blog.url' property='og:url'/>
<meta content='asobondhu' property='og:site_name'/>
<meta content='BLOG-LOGO-IMAGE-LINK' property='og:image'/>
<meta content='YOUR_APP_ID ' property='fb:app_id'/>
<meta content='http://www.facebook.com/asobondhublog' property='fb:admins'/>
<meta content='article' property='og:type'/>


নোটঃ উপরের রঙ্গিন লিখা মুছে যেমন asobondhu এর যাইগাই আপনার পছন্দের নাম দিন । BLOG-LOGO-IMAGE-LINNK এর যাইগাই ফটো লিঙ্ক দিন । YOUR APP ID এর যাইগাই আগের মতো সেই App id টিকে বসিয়ে দিন । http://www.facebook.com/asobondhublog  মুছে আপনার ফেসবুক প্রোফাইল Url দিন । এবার Svae করে নিন । নীচের স্টেপ দেখুন ।


১৬// উপরের কাজ ঠিক ভাবে হয়েগেলে এবার একি ভাবে আপনার কীবোর্ড এর Ctrl+F প্রেস করে নীচের কোড খুজে বের করুন ।

<b:includable id='comment-form' var='post'>


১৭// উপরের কোড খুজে পেলে তার ঠিক পরে নীচের কোড গুলো কপি করে পেস্ট করুন ।


<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<div style='padding:0px 0px 0px 0px; margin:0px 0px 0px 0px;'><script src='http://connect.facebook.net/en_US/all.js#xfbml=1'/>
<div> <fb:comments  colorscheme='light' expr:href='data:post.url' expr:title='data:post.title' expr:xid='data:post.id' width='520'/></div>
<div style='color:#fff; background-color:#3B5998;border: solid 1px #ddd; font-size:10px; padding:3px; width:510px;'>Facebook Blogger Plugin: Bloggerized by <b><a alt='blogger templates' href='' style='text-decoration:underline; color:#fff;' target='_blank' title='blogger templates'></a></b>  <b><a alt='blogger widgets' href='http://www.asobondhu.blogspot.com/' style='text-decoration:underline; color:#fff;' target='_blank' title='Blogger Widgets'>এসো বন্ধু</a></b></div></div>
</b:if>



নোটঃ আপনি ইছে করলে কমেন্ট বক্স এর সাইজ ঠিক করে নিতে পারেন এর জন্য উপরের গোলাপি রঙ্গের width='520' এবং width:510px মুছে আপনার পছন্দের সাইজ দিতে পারেন । আর আপনি এই কমেন্ট বক্সটিকে দুটি কালার এ ব্যবহার করতে পারবেন এর জন্য উপরের light মুছে সেখানে dark বসান ।


১৮// এবার Save Template এ ক্লিক করে সেভ করে নিন । ব্যাস কাজ শেষ ।


♦ আশাকরি আপনি সফল ভাবে কাজটি করতে পেরেছেন । যদি না পারেন আমাকে কমেন্ট করে যানাবেন আমি হেল্প করবো দরকার হলে থিম এর ব্যাকআপ দিবেন আমি করে দেবো । যাইহোক পোস্টটি ভালো ও কাজে লাগলে কমেন্ট করে যানাবেন সঙ্গে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ।



▬ভালো থাকবেন সুস্থ থাকবেন▬

▬আল্লাহ্‌ হাফেহ▬


এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

12 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

  1. BLOG-LOGO-IMAGE-LINNK এর যাইগাই ফটো লিঙ্ক দিন. ey link pamu koi?

    উত্তরমুছুন
  2. gsmmobile24৯:৫২ AM

    অনেক অনেক ধন্যবাদ

    উত্তরমুছুন
  3. মোঃ আসলাম পারভেজ১১:০৩ AM

    যেকোনো ফটো লিঙ্ক দিতে পারেন । আবার না দিলেও হবে কোন সমস্যা নাই ।

    উত্তরমুছুন
  4. মোঃ আসলাম পারভেজ১১:০৩ AM

    স্বাগতম ।

    উত্তরমুছুন
  5. Rajib ahmed১:২১ PM

    vai nicher ai program tar moto akta script chai jodi .tiips ta diten...!!khub opokrito hotam...!!

    https://lh4.googleusercontent.com/-XTxsm2fv_mM/U60gxnwoktI/AAAAAAAAAwc/Pwsw-jVNHkQ/w139-h140-p/Recommendations%2BBar%2B%25E0%25A6%25AC%25E0%25A7%258D%25E0%25A6%25B2%25E0%25A6%2597%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%2B_%2B%25E0%25A6%25AC%25E0%25A7%258D%25E0%25A6%25B2%25E0%25A6%2597%25E0%25A6%25B8%25E0%25A7%258D%25E0%25A6%25AA%25E0%25A6%259F%25E0%25A7%2587%25E0%25A6%25B0%2B%25E0%25A6%259C%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25AF%2B%25E0%25A5%25A4%2B%25E0%25A6%259C%25E0%25A6%25A8%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25BF%25E0%25A7%259F%2B%25E0%25A6%258F%25E0%25A6%2595%25E0%25A6%259F%25E0%25A6%25BF%2B%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B2%25E0%25A6%25BE%25E0%25A6%2597%25E0%25A6%25BF%25E0%25A6%25A8%2B%25E0%25A5%25A4.jpg

    উত্তরমুছুন
  6. Rajib ahmed১:৪২ AM

    ভাই এইভাবে দিছি কিন্তু আপনার ব্লগ এর নাম এ আসে...।!!কি করব??

    উত্তরমুছুন
  7. মোঃ আসলাম পারভেজ৫:১১ AM

    ওকে আমি নতুন কোড দেবো আপনার ফেসবুক use নাম দিন আমি সব করে কোড দেবো ।

    উত্তরমুছুন
  8. Rajib ahmed৩:৫৩ PM

    wwww.facebook.com/rajibdpi

    উত্তরমুছুন
  9. ভাই সব গুলি নির্দেশনা ঠিকঠাক করলাম তবুও কাজ হলনা।
    প্লিস ভাই হেল্প করুন nurislamrafiq@gmailcom

    উত্তরমুছুন
  10. কাজ তো হল কিন্তু নিচে ডিফল্ট কমেন্ট সিস্টেম টাও থাকে । দেখতে বাজে লাগে । কিভাবে ওটা রিমুভ করবো অথবা ওর মধ্যেই ফেসবুক থেকে কমেন্ট করার অপশন থাকবে । সমাধান ?

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال